Skip to main content

The Independent Entity


এক নাস্তিক আমার Meaningful or Meaningless? সিরিজের ২য় পর্বে কিছু প্রশ্ন করেছিল।সে জিজ্ঞেস করেছিল যে "আল্লাহ্‌ তাআলার সৃষ্টি কর্তা কে? তিনি নারী নাকি পুরুষ?" আর আমার যতদূর মনে পড়ে সে আরো বলেছিল যদি আমি উত্তর দিতে পারি তাহলে সে মুসলিম হয়ে যাবে কিন্তু সে কমেন্টটা আর দেখছি না। তারপর আমি এমন এক উত্তর দিলাম যেটা ছিল তার চিন্তার সাপেক্ষে Counterintuitive। 
উত্তরটা ছিল এইরকম- 



“ সরলতার জন্য ধরুন এই মহাবিশ্বের Anthropic Conditionগুলোকে (Input) এবং মহাবিশ্বে বুদ্ধিমান প্রাণীর বাসযোগ্য গ্রহ/Biosphere (Output) কে y=f(x) [Here b=0] সমীকরণ দ্বারা প্রকাশ করতে চাচ্ছি। 

এখানে y (Output)=Dependent Variable =carbon-based Intelligent Life

x(Input)= Independent Variable = Anthropic Conditions 

y এর কালেকশনকে Range of function এবং x এর কালেকশনকে Domain of function বলা হয়। 

লক্ষ্য করুন আমরা মানুষরা হলাম Output (Dependent Variable ) কিন্তু Anthropic Conditionগুলো (Input) অর্থাৎ যে শর্তগুলো না থাকলে আমাদের অস্তিত্ব থাকত না সেগুলো Independent Variable এর অন্তর্ভুক্ত।এর মানে হল আমরা Independent Variable এর উপর ডিপেন্ড করি। 

Independent Variable এর সূক্ষ্ম পরিবর্তন আমাদের অস্তিত্ব বিলীন করে দিতে পারে। কিন্তু যিনি এই Independent Variableগুলো সৃষ্টি করেছেন তাঁর কাছে এই Variableগুলো Dependent হিসেবে বিবেচিত হবে অর্থাৎ তিনি চাইলেই (আমাদের )Independent Variableগুলোকে পরিবর্তন করতে পারেন যথাযথভাবে। তাঁর মানে Independent Variableগুলোর সত্ত্বাকে অবশ্যই স্বাধীন সত্ত্বা হতে হবে।আমাদের সাপেক্ষে যেগুলো Independent Variable, সেগুলোকে যিনি সৃষ্টি করেছেন তাঁর কোন সৃষ্টিকর্তা নেই, তিনি চিরন্তন। 

যদি তাঁর সৃষ্টিকর্তা থাকত তাহলে Independent Variableগুলোর সৃষ্টিই হত না কারণ Independent Variableগুলোকে ডিপেন্ডেন্ট হতে হলে ইনডিপেন্ডেট সত্ত্বার প্রয়োজন। তাঁর মানে আল্লাহ্‌ তাআলার সৃষ্টিকর্তা কে?-এই প্রশ্নটা অযৌক্তিক। 

আর বাকি যে প্রশ্নগুলো করেছেন সেগুলো আপনি মানুষের বৈশিষ্ট্যগুলো রেফারেন্স ফ্রেম হিসেবে ধরে করেছেন যেটা কিনা অযৌক্তিক। কারণ ইনডিপেন্ডেন্ট সত্ত্বাকে Dependent Variable এর বৈশিষ্ট্য দ্বারা বিবেচনা করা যাবে না। একটু চিন্তা করুন ব্যাপারটা বুঝতে পারবেন।”

এটা খুবই সিম্পল ব্যাখ্যা।কারণ আমি জটিলতা এড়াতে এখানে লিনিয়ার ফাংশনকে আমি ব্যবহার করেছি।অথচ লিভিং সিস্টেম নন-লিনিয়ার ফাংশন অনুসরণ করে।আর এখানে লিনিয়ার ও নন-লিনিয়ারের মধ্যে ইন্টারেকশনও আছে অর্থাৎ এটা একটা ভয়াবহ জটিল ফাংশন হবে।আমি যেটা ব্যবহার করেছি সেটা শুধুমাত্র একটা উদাহরণ। 

এই উত্তর দেয়ার পর তাকে আর রিপ্লাই দিতে দেখলাম না।আমি বলব না যে সে পালিয়ে গিয়েছে বরং আমি বলতে চাই যে আর্গুমেন্ট আমরাও দাঁড় করাতে পারি এবং সেটার প্রেমিজগুলো নিয়ে আমরাও যৌক্তিকভাবে আলোচনা করতে পারি।

হুজুররা বিজ্ঞানমনস্ক না,তারা যুক্তি বুঝে না-এইধরনের কথা বলে যারা মুখে ফেনা তুলছেন তারা যে কতবড় মূর্খ সেটা তারা নিজেরাও জানে না। 

বিজ্ঞান নাস্তিকদের পৈতৃক সম্পত্তি না।বরং বিজ্ঞানের জন্মই হয়েছে এমন এক ব্যক্তির [ইদরীস (আ)/Enoch/Hermes Trismegistus] দ্বারা যিনি তাওহীদে বিশ্বাসী ছিলেন। বর্তমানে বিশ্বে একমাত্র মুসলিমরাই সবচাইতে সঠিকভাবে তাওহীদে বিশ্বাস করছে। 

Comments

Popular posts from this blog

The Origin Of Science

১) বিজ্ঞানের প্রাথমিক বিষয়গুলোর উৎস কি ? সব কিছুরই একটা উৎস আছে । বিজ্ঞানেরও আছে।আপনি যদি ডারউইনিস্টদের মত ভাবেন বিজ্ঞান শুধুমাত্র মানবজাতির জানার আগ্রহ থেকে জন্ম নিয়েছে তাহলে আপনি ভুল ভাবছেন। আধুনিক বিজ্ঞানের এত উন্নতির পিছনে মূলত দুইটা কারণ আছে।একটা হল মধ্যযুগের মুসলিমদের দ্বারা বিজ্ঞান চর্চা , আরেকটা হল ইউরোপের বিজ্ঞান বিপ্লব যা কিনা শুরু হয়েছিল Giordano Brunoর মাধ্যমে এবং শেষ হয়েছিল নিউটনের Principia Mathematica দিয়ে।এরপর মানবজাতিকে বিজ্ঞান নিয়ে গবেষণা করতে আর বেশি কষ্ট করতে হয়নি। এখানে অবাক করার বিষয় হল

The Magnificent Biological Sensor

গত ২২ সেপ্টেম্বর মার্ক ফেসবুকে একটা নোট পাবলিশ করেন “Can we cure diseases in our children’s lifetime?” নামে। আমি নোটটার কিছু অংশ নিয়ে নিজের মতামত দিব যদিও সময় কম থাকায় কিছু পয়েন্ট মিস হতে পারে। ১) “I'm an engineer, and I think this hope is part of the engineering mindset. It's the belief that you can take any system and make it much better -- whether it's code, hardware, biology, a company, an education system, a government – anything.” ‘Biological System’ অন্য যেকোন সিস্টেম থাকা সম্পূর্ণ আলাদা।আপনি অন্যান্য ধরনের ননলিভিং সিস্টেমে যে ধরনের Causation পাবেন বায়োলজিক্যাল সিস্টেমে সে ধরনের Causation পাবেন না ।বায়োলজিক্যাল সিস্টেমে Top-down (eg-Homeostasis) ,bottom-up (eg.gene-protein network) ছাড়াও Middle-out নামেও একটা Causation level দেখা যায়। তার মানে আপনি Multi-level interection systems পাচ্ছেন যে সিস্টেমগুলোতে আবার অসংখ্য ফ্যাক্টরের ইন্টারেকশন হয়। তাই বায়োলজিক্যাল সিস্টেমের সাথে

অর্গান ট্রেডিং

 অর্গান ট্রেডের বিশাল বড় মার্কেট বাংলাদেশ, ইন্ডিয়া ও পাকিস্তানে আছে। সমস্যা হচ্ছে, অর্গান ট্রেডের সম্পর্কে সঠিক তথ্য খুব বেশি পাওয়া যায় না।  'Bangladesh’s Body Parts Trade: A Critical Analysis of Gaps in Justice ' নামের একটা পেপারে পড়েছিলাম যে,  বাংলাদেশের জয়পুরহাট জেলা ছিল কিডনি কেনা-বেচার দালালদের আস্তানা।  ২০১১ সালে জয়পুরহাটের কালাই উপজেলা থেকে একটা বড় কিডনির দালালগ্রুপকে গ্রেফতার করা হয়। কালাইয়ের যেসব মানুষ কিডনি বিক্রি করত, তারা ক্ষুদ্রঋণের প্রতিষ্ঠানদের কাছে নেয়া ঋণ পরিশোধ করতে এই কাজ করত।  দালালরা এই ধরনের দরিদ্র, গৃহহীন ও ঋণী মানুষদের টার্গেট করত। এই বিষয়ে United Nation Office on Drugs and Crime (UNODC) এর বক্তব্য হচ্ছে-- "পাচারকারীরা ভুক্তভোগীদের বোঝাতে চেষ্টা করে যে, তাদের একটি কিডনি বিক্রি করাই হচ্ছে দারিদ্র্য মোকাবেলার একমাত্র উপায়।  পাচারকারীরা এই দুর্বলতাগুলির অপব্যবহার করে, বিশেষত বেকার গ্রামীণ কর্মী বা গৃহহীন লোকদের লক্ষ্য করে যারা মরিয়া পরিস্থিতির মধ্যে রয়েছে৷ " (UNODC 2018:30) কিডনির ব্ল্যাক মার্কেট অনেক লাভজনক। পুরো বিশ্বে ইরান বাদে সব...