Skip to main content

Posts

Showing posts from 2024

অর্গান ট্রেডিং

 অর্গান ট্রেডের বিশাল বড় মার্কেট বাংলাদেশ, ইন্ডিয়া ও পাকিস্তানে আছে। সমস্যা হচ্ছে, অর্গান ট্রেডের সম্পর্কে সঠিক তথ্য খুব বেশি পাওয়া যায় না।  'Bangladesh’s Body Parts Trade: A Critical Analysis of Gaps in Justice ' নামের একটা পেপারে পড়েছিলাম যে,  বাংলাদেশের জয়পুরহাট জেলা ছিল কিডনি কেনা-বেচার দালালদের আস্তানা।  ২০১১ সালে জয়পুরহাটের কালাই উপজেলা থেকে একটা বড় কিডনির দালালগ্রুপকে গ্রেফতার করা হয়। কালাইয়ের যেসব মানুষ কিডনি বিক্রি করত, তারা ক্ষুদ্রঋণের প্রতিষ্ঠানদের কাছে নেয়া ঋণ পরিশোধ করতে এই কাজ করত।  দালালরা এই ধরনের দরিদ্র, গৃহহীন ও ঋণী মানুষদের টার্গেট করত। এই বিষয়ে United Nation Office on Drugs and Crime (UNODC) এর বক্তব্য হচ্ছে-- "পাচারকারীরা ভুক্তভোগীদের বোঝাতে চেষ্টা করে যে, তাদের একটি কিডনি বিক্রি করাই হচ্ছে দারিদ্র্য মোকাবেলার একমাত্র উপায়।  পাচারকারীরা এই দুর্বলতাগুলির অপব্যবহার করে, বিশেষত বেকার গ্রামীণ কর্মী বা গৃহহীন লোকদের লক্ষ্য করে যারা মরিয়া পরিস্থিতির মধ্যে রয়েছে৷ " (UNODC 2018:30) কিডনির ব্ল্যাক মার্কেট অনেক লাভজনক। পুরো বিশ্বে ইরান বাদে সব...

ভূমিকম্প ও ধর্মীয় বিশ্বাস

  ভূমিকম্প হওয়ার পর কতিপয় নাস্তিক ভ্রাতা তাদের স্বভাবমত বিশ্বাসীদের ব্যংগ করেছিল এই বলে যে , “ পূর্বে মানুষেরা বজ্রপাত দেখলে ভয় পেত এবং বজ্রপাতের মেকানিজম না জানায় তারা অজানা বিষয়গুলোর মেকানিজমের ক্ষেত্রে স্রষ্টার কথা উল্লেখ করত। ” ভূমিকম্পসহ যেকোন ধরনের প্রাকৃতিক ঘটনার মেকানিজম সম্পর্কে আমাদের অনেকের ধারণাই হল যে , প্রাকৃতিক ঘটনাগুলো কিছু Natural Laws মেনে চলে বলে সেগুলো ঘটে। তবে Plausible ধারণা হল এটাই যে প্রাকৃতিক ঘটনাগুলো মূলত দুইভাবে ঘটতে পারে - ১ )Directional Mechanism এর মাধ্যমে ২ ) Automatic Mechanism এর মাধ্যমে Deist রা বিশ্বাস করে যে স্রষ্টা Natural Laws কে তার নিজের মত কাজ করতে দেয় , ন্যাচারাল প্রসেসে Intervene করেন না।অর্থাৎ এরা পুরোপুরি Automatic Mechanism এ বিশ্বাস করে। কিন্তু একজন মুসলিম এইধরনের ধারণায় বিশ্বাস করে না। বরং স্রষ্টা যেকোন সময় সৃষ্টিজগতে হস্তক্ষেপ করতে পারে বলেই আমরা বিশ্বাস করি। এখন এই দুই মেকানিজম সম্পর্কে সংক্ষেপে কিছু ব্যাখ্যা দ...